হোম > সারা দেশ

দাউদকান্দিতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৬

 দাউদকান্দি প্রতিনিধি 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান এ. এস. এম শাহজাহানকে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান প্রার্থী এ. এস. এম শাহজাহানসহ ছয়জন আহত হয়।

জানা যায়, গত বুধবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এ. এস. এম শাহজাহান তাঁর সমর্থকদের নিয়ে চষই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফিরছিল। ফেরার পথে তাঁর সমর্থকদের ওপর প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী সোহেল পাটোয়ারীর কর্মী-সমর্থকেরা হামলা চালায়। রাতেই আহতদের স্থানীয় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহেল পাটোয়ারী জানান, রাতে আমার গ্রামে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ. এস. এম শাহজাহান আসেন। রাতে না এসে সকালে আসবেন এমন কথা বলার পর আমার কর্মী মো. সজীবকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। এতে আমার কর্মী মো. সজীব ও ফরহাদ আহত হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে এ নিয়ে কেউ লিখিত অভিযোগ জানায়নি। 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী