নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের একটি বহুতল ভবনের বেসমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁদের মধ্যে কয়েকজনকে ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুনের তথ্য পান তারা। এরপর দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়।