হোম > সারা দেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের কয়েকজন নেতা

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফের সাক্ষাৎ করতে গেছেন হেফাজতে ইসলামের কয়েকজন নেতা। আজ মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসভবনে গেছেন। মন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে।

মন্ত্রীর বাসায় যাওয়া হেফাজত নেতাদের মধ্যে আছেন সংগঠনটির বিলুপ্ত কমিটির মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশের সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলতে রাজি হননি তারা।

এর আগে ১৯ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের তৎকালীন মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, হেফাজতের নেতা ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ ছয় থেকে সাতজন নেতা।

আর সর্বশেষ গত রোববার রাতে হেফাজতের সাবেক দুই যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী ও মুফতি ফয়জুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসায় সাক্ষাৎ করতে যান। তবে তাদের কী আলোচনা হয়েছে সে ব্যাপারে জানা যায়নি।

গত মার্চের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ ও সহিংসতার পর হেফাজতে ইসলামের নেতাদের ব্যাপকভাবে ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য