হোম > সারা দেশ > নাটোর

পুলিশ পরিচয়ে নাটোরে পানচাষির পৌনে ২ লাখ টাকা ছিনতাই

নাটোর প্রতিনিধি 

নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির পৌনে ২ লাখ টাকা ছিনতাই। ছবি: সংগৃহীত

পুলিশ পরিচয়ে লেগুনার গতিরোধ করে নাটোরের চাঁদপুরে পানচাষির কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার চাঁদপুর আব্দুস সালামের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)।

পানচাষি আবুল হোসেন জানান, আজ সকালে পুঠিয়া থেকে দত্তপাড়া মোকামে পান আনেন তাঁরা। এরপর দুজনে মিলে ১ লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। এরপর লেগুনা নিয়ে বাড়ি ফেরার পথে নাটোর বনবেলঘড়িয়া বাইপাসের অদূরে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাঁদের গতিরোধ করে।

ওই সময় পুলিশ পরিচয়ে তাঁদের বুকে পিস্তল ঠেকিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। এ সময় পাশে বসা ব্যবসায়ী বেল্লাল এক ছিনতাইকারীর ছবি তুলে রাখেন বলে জানান তিনি।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে থানায় এখনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ছিনতাইকারীদের ধরতে।’

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি