হোম > সারা দেশ > ঢাকা

ভারতের পুশ ইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের ভারতের পুশ ইন করার ঘটনার পরিপ্রেক্ষিতে এমন অবস্থান নিয়েছে বিজিবি। প্রায় ১০৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত এলাকায় এখনো কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। আজ শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় প্রতিটি বর্ডার আউট পোস্টে (বিওপি) টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজনদের চলাচলের ওপরও কঠোর নজরদারি চলছে।

তানজিলুর রহমান বলেন, ‘আমরা যেকোনো ধরনের পুশ ইন প্রতিরোধে প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিতভাবে সচেতনতামূলক সভা ও প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণের সহযোগিতায় ২৪ ঘণ্টা নজরদারির মাধ্যমে যেকোনো সন্দেহজনক অনুপ্রবেশ তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, মে মাসের শুরুতে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের পাঁচটি সীমান্তবর্তী জেলায় ভারত থেকে লোকজনকে পুশ ইন করার ঘটনা ঘটেছে। তবে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের কড়া নজরদারির কারণে হবিগঞ্জে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

সীমান্তে এই সতর্ক অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা