হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই স্বেচ্ছাসেবক দল নেতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ থানা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খানের বিরুদ্ধে পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে (২৫) পুলিশ গ্রেপ্তার করলে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান দলবল নিয়ে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। রিপন লস্করবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে।

সোনারগাঁ উপজেলার তালতলা তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। তাঁকে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা শান্ত খান দলবল নিয়ে এসে আসামিকে আমাদের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান এবং আমাদের ওপর হামলার চেষ্টা করেন।’

অভিযোগের বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খানের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি।

জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন কল করা হলে তিনি তা ধরেননি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, ‘এ বিষয়ে এখনো আমি কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান