কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত নূরুল ইসলাম (৩৫) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সৈয়দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। তিনি উপজেলার তারাকান্দি মধ্যপাড়া গ্রামের মৃত আবদুল মোতালিবের ছেলে।
পুলিশ জানিয়েছে, ২০১৬ সালের একটি মাদক মামলায় সম্প্রতি আদালত কর্তৃক এক বছরের সাজা হয় নূরুল ইসলামের। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদাতল। আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান বলেন, গ্রেপ্তার হওয়া নূরুল ইসলাম মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠায়।