হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর ২ আসন: বিএনপির বিদ্রোহীরা নির্বাচনী মাঠে, আশাবাদী জামায়াত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন। তাঁদের মধ্যে দুটি আসনে বিএনপির তিনজন ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এতে বিএনপির ভোট ভাগাভাগি হলে জয়ের সম্ভাবনা বাড়বে বলে আশা জামায়াতে ইসলামীর।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। একই আসনে মনোনয়ন চেয়েছিলেন স্থানীয় বিএনপির নেতা সুলতানুল ইসলাম তারেক। স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন দাখিল করেন তিনি। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়ন বাতিল হয়। আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। এই আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসনটিতে বিএনপির নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে হামলা ও খুনোখুনিও হয়েছে।

অন্যদিকে রাজশাহী-৫ আসনে (পুঠিয়া-দুর্গাপুর) বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী রেজাউল করিম ও পুঠিয়া উপজেলা বিএনপির নেতা ইসফা খায়রুল হক শিমুল। এই আসনে জামায়াতের প্রার্থী পুঠিয়া উপজেলার আমির মাওলানা মনজুর রহমান। ভোট ভাগ হয়ে যাওয়ার বিষয়ে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা কমিটির সভাপতি মো. ওবায়দুল্লাহ বলেন, ‘খুব নরমাল ব্যাপার, তাদের বিদ্রোহী প্রার্থী থাকলে তা আমাদের জন্য পজিটিভ।’

জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘রাজশাহী-১ আসনের বিদ্রোহী প্রার্থী অনেক দিন ধরে যেহেতু মাঠে আছেন, তাই কিছু ভোট পেতে পারেন। তারপরও চেষ্টা করব মাঠটাকে ঠিক করে নেওয়ার জন্য।’

রাজশাহী-৫ আসনের বিষয়ে বিশ্বনাথ সরকার বলেন, ‘ওই আসনে যেহেতু জামায়াতের প্রার্থী একেবারেই দুর্বল, আমরা আশা করছি কাভার দিতে পারব।’

বগুড়া: এক বছরে ৪১১ আত্মহত্যা

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

আক্কেলপুর পৌরসভা: অনুমোদনহীন সামগ্রীতে কাজ, নজরদারি নেই

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

গাইবান্ধায় বিএনপির ২ গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

সরিয়ে ফেলা হলো সেই বিলবোর্ড

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

নির্বাচনী প্রচারণার যানজটে ডিসি, মনিরামপুরে দুই প্রার্থীকে অর্থদণ্ড