হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় ‘মাদক কারবারিদের’ গুলিতে আহত ব্যক্তির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ ১ মাস ৮ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর দেড়টার দিকে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। ঘটনাটি বাড্ডা থানা-পুলিশকে জানানো হয়েছে।

নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার জানান, আনোয়ারের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বাবার নাম আবুল কালাম। নিহতের এক ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। বর্তমানে আনোয়ার ও জব্বার বাড্ডার বৈঠাখালি এলাকায় থাকেন। সেখানে গরুর খামার রয়েছে আনোয়ারের।

গত ৮ মে রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা আনন্দনগর টেকপাড়া এলাকায় দুর্বৃত্তরা আনোয়ারকে লক্ষ্য করে একাধিক গুলি করে। এতে বেশ কয়েকটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। ওই দিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে সেখান থেকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালসহ আরও একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। সবশেষ তাঁকে ১২ জুন আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকবার তাঁর অস্ত্রোপচার হয়।

আব্দুল জব্বার আরও জানান, এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে আনোয়ারের দ্বন্দ্ব চলছিল। তার জেরেই স্থানীয় মাদক কারবারি নয়ন, সালাউদ্দিন, দেলোয়ারসহ আরও কয়েকজন মিলে তাঁকে গুলি করেছিল।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত