হোম > সারা দেশ > চাঁদপুর

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ফাইল ছবি

চাঁদপুরে শীতের সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা। ফলে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। কুয়াশা বেড়ে যাওয়ায় আজ সোমবার ভোর ৪টায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় হরিণা ও নরসিংহপুর আলুবাজার ঘাটের ফেরি চলাচল। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়।

সোমবার দুপুর ১২টায় এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী।

তিনি বলেন, রোববার দিবাগত রাতে কুয়াশা বেড়ে যায়। ফলে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে ভোররাত ৪টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকাল ৯টার পর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ও হরিণা ঘাট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় অল্প কিছু যানবাহন আটকা পড়ে।

তিনি আরও বলেন, প্রতিবছর শীত মৌসুমে মাঝে মাঝে কুয়াশা বেড়ে যায়। তখন আমরা দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখি। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পূর্ব থেকেই নির্দেশনা দিয়ে রেখেছেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত