হোম > সারা দেশ

রেস্টুরেন্ট, মিষ্টি ও বেকারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক

হোটেল, রেস্টেুরেন্ট, বেকারি ও মিষ্টির দোকান কর্মচারীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের নেতারা।

গত রোববার সংঘঠনটির অনুষ্ঠিত চতুর্থ ত্রি-বার্ষিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্মেলনে দলটির নেতারা জনান, ১৯৮৪ সালে হোটেল শ্রমিকদের দাবি ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আমরা যাত্রা শুরু করি। তারপর থেকে শ্রমিকদের ওপর মালিকদের নির্যাতন কিছুটা কমলেও শ্রম আইন, গেজেট বাস্তবায়ন ও সর্বনিম্ন মজুরি নির্ধারণের দাবি আজও বাস্তবায়ন হয়নি। প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায় করা হবে বলে জানান সংগঠনটির নেতারা।

সম্মেলনটির উদ্বোধন করেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যাত্রাবাড়ি থানা কমিটির সভাপতি মো. খোকন। প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস্ এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন গুলশানা থানা কমিটির সভাপতি মো. রাজু, মতিঝিল থানা কমিটির সাধারণ সম্পাদক কাউছার হোসেন, কোতয়ালী থানা কমিটির সভাপতি জয়নাল আবদিন প্রমুখ।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

ভোটের মাঠে: অভ্যন্তরীণ বিভাজন বড় চ্যালেঞ্জ বিএনপির

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত