হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার নাদিম মাহমুদ। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডি-ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

গ্রেপ্তার নাদিম মাহমুদ ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই ও উত্তরা ১৪-নম্বর সেক্টরের আব্দুল লতিফের ছেলে। তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের নিজের বাড়িতে থাকতেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ভারতে চলে যাওয়ার পর নাদিম বসুন্ধরার ওই বাড়িটি ভাড়া নিয়ে আত্মগোপন করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা থেকে মধ্যরাতে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ১২টি মামলা রয়েছে।’

পুলিশের এ কর্মকর্তা জানান, ‘শেখ হাসিনার সরকার পতনের পর হাবিব হাসানের সঙ্গে সঙ্গে নাদিমও আত্মগোপনে চলে যান। পরে তিনি বসুন্ধরার ডি-ব্লকে একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস শুরু করেন।’ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সেই দুই আনসার সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চাকরি থেকে বরখাস্ত

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত