হোম > সারা দেশ > নওগাঁ

রশি দিয়ে পথ আটকে মোটরসাইকেল ছিনতাই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথ আটকে এক ব্যক্তির মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল কেড়ে নিয়ে গেছে ছিনতাইকারী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া সাদ্দাম হোসেন উপজেলার কালীগ্রাম সরদারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সাদ্দাম হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ তিনি তাঁর নানার বাড়ি উপজেলার ঝালঘড়িয়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মিনহাজ নামের এক প্রতিবেশী তাঁর মোটরসাইকেলে ছিলেন। বাড়ি ফেরার পথে আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়া মোড়ের পূর্ব দিকে পৌঁছালে ১০–১২ জন মুখোশ পরা ছিনতাইকারী রশি দিয়ে তাঁদের পথ আটকে ফেলে। এ সময় তাঁদের মারধর করে সড়কের পাশে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। ছিনতাইকারীরা তাঁদের সঙ্গে থাকা মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ প্রায় সাত হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ধীরে ধীরে হাত-পায়ের ও মুখের বাঁধন খুলে ফেলেন সাদ্দাম ও মিনহাজ। এ সময় রাস্তায় টহল পুলিশকে দেখতে পেয়ে বিষয়টি জানিয়েছেন বলে জানান সাদ্দাম হোসেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তারপরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা