হোম > সারা দেশ > ঢাকা

স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় স্ত্রীর মামলা, পুলিশ হেফাজতে নিরাপত্তাকর্মী

আজকের পত্রিকা ডেস্ক­

স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। ছবি: ভিডিও থেকে

রাজধানী বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি করে তাঁর সঙ্গে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন আনোয়ার হোসেনের স্ত্রী।

ডাকাতির এই মামলায় ৬–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ওই বাসার এক নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।

ওসি বলেন, ‘ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে তার সঙ্গে থাকা ১৬০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলা করা হয়।’

ওই বাসার নিরাপত্তাকর্মীকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘বাসায় প্রবেশের সময় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় নিরাপত্তাকর্মীকে গেট খোলার কথা বললেও তিনি খোলেননি। তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে থানায় নিয়ে আসা হয়েছে। তবে আটক বা গ্রেপ্তার কিছুই করা হয়নি।’

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে টার্গেট করে আসা তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে তাঁর কাছে থাকা স্বর্ণ এবং নগদ এক লাখ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় স্বামী-স্ত্রীকে মারধর করে টাকা-গয়না লুট, পরে ককটেল ফাটিয়ে পালাল ডাকাত

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত প্রার্থীর বিলবোর্ড

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিএনপিতে যোগদান

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি, আতঙ্কে বাজার ফাঁকা

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

দুর্বৃত্তের হামলায় কর্মী নিহত: নিরাপত্তা চেয়ে আবেদন বিএনপি প্রার্থীর

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত