হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ছিনতাইকারী, পরে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ইফতেখার আলম হিমেল (২০) নামের এক তরুণকে চাপাতিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ রোববার (১৫ জুন) হাতিরঝিল থানা-পুলিশ বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা গেছে।

হাতিরঝিল থানা-পুলিশ জানায়, মো. সিরাজ সরদার তাঁর ছেলে আলামিন ও চাচাতো ভাই সিয়ামকে নিয়ে ব্রিজের নিচে বেঞ্চে বসেছিলেন। এ সময় হিমেল ও তাঁর দুই সহযোগী ভয়ভীতি দেখিয়ে আলামিনের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। তাঁরা অটোরিকশায় পালানোর চেষ্টা করলে আলামিন সামনে দাঁড়িয়ে বাধা দেন। পরে হিমেল ও অন্যরা দৌড়ে পালাতে চাইলে আলামিনের চিৎকারে পুলিশ এগিয়ে এসে হিমেলকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি কালো ব্যাগ জব্দ করা হয়। তবে তাঁর দুই সহযোগী পালিয়ে যান।

এ ঘটনায় সিরাজ সরদার বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত