হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে পোস্ট দিয়ে বাগছাস নেতার পদত্যাগ

জাবি প্রতিনিধি 

নাজমুল ইসলাম লিমন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে তিনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে নাজমুল ইসলাম লিমন লেখেন, ‘আমি মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। আগামীকাল পদত্যাগের কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’

এ বিষয়ে নাজমুল ইসলাম লিমনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে তিনি জানান।

এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অফিশিয়ালভাবে কোনো পদত্যাগপত্র এখন পর্যন্ত পাইনি। তবে ফেসবুকে একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি অফিশিয়ালি আমাদের জানালে আমরা সিদ্ধান্ত নেব।’

একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাগছাসের প্যানেল থেকে সহসম্পাদক (এজিএস) পদ নিয়ে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন তিনি। এই পদে তিনি বাদে এজিএস পদপ্রত্যাশী হিসেবে রয়েছেন বাগছাসের আরও তিন নেতা। তাঁরা হলেন বাগছাসের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক কাউসার আলম আরমান ও জিয়া উদ্দিন আয়ান এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব আহসান লাবিব।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

নাটোর-২: সরকারি অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার

ঝিনাইদহ: জলাতঙ্কের টিকা নেই, বিপাকে রোগীরা

তিস্তা সেচনালার তীরে ভাঙন: ডুবল শতাধিক একরের ফসল

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

ইসির ভেতরে ভূত লুকিয়ে আছে, এটা জানতাম না: আযম খান

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট