হোম > সারা দেশ > ঢাকা

৭ দাবিতে শাহবাগে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাত দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ছবি: আজকের পত্রিকা

স্থায়ী পে-কমিশন গঠনসহ সাত দফা দাবিতে আজ শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দাবি আদায় পরিষদের সমন্বয়ক ওয়ারেজ আলী, মাহমুদুল হাসান ও সেলিম মিয়া। তাঁরা সাত দফার দাবি প্রণয়নের পাশাপাশি অতিসত্বর তাঁদের নবম স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান।

আন্দোলনকারীদের ঘোষিত সাত দফা দাবি হচ্ছে: বৈষম্যমুক্ত নবম পে-স্কেল প্রদানের লক্ষ্যে পে-কমিশন গঠন এবং এই পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা (১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য) আগামী জানুয়ারি থেকে কার্যকর করা।

যেসব কর্মচারীর মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে, তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা ও ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা। সচিবালয়ের মতো সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মচারীদের পদ ও পদবি পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করা।

২০১৫ সালে পে-স্কেলে বাদ দেওয়া ৩টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড, দক্ষতাজনিত ২টি ইনক্রিমেন্ট ও বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তনসহ বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ এবং পেনশন গ্র্যাচুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করা।

ব্লক পদে কর্মরত কর্মচারীসহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করা এবং টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রথা বাতিল।

বাজারমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিষয়টি বিবেচনা করে সব ভাতা পুনর্নির্ধারণ ও ১১-২০ গ্রেড কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন। উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল