হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির সুইমিংপুলে ডুবে প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গোসল করতে নেমে সোহাদ হক (১৯) নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার বেলা পৌনে ২টার দিকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সুইমিংপুলে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সহপাঠীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

তাঁকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. সোহাগ জানান, দুপুরে ঢাবির অনেক শিক্ষার্থী সুইমিংপুলে গোসল করছিলেন। সেখানে সাঁতার কেটে একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন অনেকে। তখন তাঁরা দেখতে পান, সুইমিংপুলের পাড়ে সোহাদকে ঘিরে আছেন সবাই। এগিয়ে গেলে জানতে পারেন পানিতে ডুবে গিয়েছিলেন সোয়াদ। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়াদকে মৃত ঘোষণা করেন। 

ঢাবির আরেক শিক্ষার্থী মোল্লা তৈমুর রহমান জানান, সোহাদ তাঁর জুনিয়র ছিল। সুইমিংপুলে গোসল করার সময় যখন পাড়ে ভিড় দেখেন, তখন সহপাঠীরাই তাঁর পেট চাপাচাপি করে পানি বের করার চেষ্টা করছিলেন। সুইমিংপুলের কোনো স্টাফ বা কর্তৃপক্ষ কোনো ধরনের সাহায্য করেনি। সোহাদের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি, তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। যে কারণে সাঁতার জানা সত্ত্বেও গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে পারে। 

সোহাদের বাড়ি বগুড়া জেলায়। দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র তিনি। থাকতেন হাজী মুহাম্মদ মহসিন হলে। তাঁর সাঁতার জানা ছিল বলে জানান সহপাঠীরা। তবে কীভাবে পানিতে তলিয়ে গেছেন তা জানাতে পারেননি। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাদের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

বিজয় দিবস পালন করতে হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার করে: প্রিন্স

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত