ফেনীতে মোহাম্মদ সুজন নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের রামপুর এলাকার পশ্চিম উকিলপাড়া বখতেয়ার ভুঞা বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল ভোর ৬টায় কাজে বের হওয়ার পর সুজন আর বাসায় ফেরেনি। আজ সকালে জানা যায় বখতেয়ার ভুঞার বাড়িতে সুজনের মরদেহ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়৷
ফেনী পুলিশ ফাড়িঁর ইনচার্জ সুদীপ রায় জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সুজনকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
নিহত সুজন লক্ষীপুর জেলার রামগতি থানার চর কলা কোপাল গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে। সে পরিবার নিয়ে রামপুর সওদাগর বাড়িতে ভাড়ায় থাকতো৷