হোম > সারা দেশ

মঙ্গলবার ঢাকা আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আগামীকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের সূত্র জানা যায়, বাংলাদেশ সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

নাম না প্রকাশ করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনৈতিক আজকের পত্রিকাকে বলেন, তাঁর এ সফরটিতে মূলত প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয় প্রাধান্য পাবে। কারণ দক্ষিণ এশিয়া অঞ্চলে বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস) নিয়ে বেশ জোরেশোরেই কাজ হচ্ছে। আর এরই মধ্যে বাংলাদেশ আইপিএস এ যোগ দিয়েছে। সেই সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি ও 'টিকা কূটনীতি' সফরটিতে গুরুত্ব পাবে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, বর্তমান প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভূরাজনীতির দিক থেকে চীনের প্রতিরক্ষামন্ত্রীর এ সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বৈঠকে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আগামী দিনে এ অঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোন দেশ কার পক্ষে থাকবে বা কোন দেশের জন্য কি প্রস্তাব থাকবে তা নির্ধারণের হিসেব নিকাশের বিষয়টি সামনে উঠে আসবে। ফলে বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি অবনতির মধ্যেও চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি বাংলাদেশসহ শ্রীলংকা সফর করছেন।

শ্রীলঙ্কার গণমাধ্যমে সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সফর শেষে বিকালেই চীনের প্রতিরক্ষামন্ত্রী শ্রীলঙ্কা যাবেন। এ নিয়ে সম্প্রতি চীনা সরকারের দ্বিতীয় শীর্ষ পর্যায়ের দুবার শ্রীলঙ্কা সফর করা হবে। এপ্রিলের ২৭ থেকে ২৯ তারিখ শ্রীলংকা অবস্থান করবেন ওয়েই ফেঙ্গহি। সফরে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে চীনের প্রতিরক্ষামন্ত্রীর।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ আসার কথা ছিল। তবে সফরের শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল