করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে। এই মুহূর্তে বাসাতেই তার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার বিকালে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন তাকে দেখতে যান।
ডা. আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল রয়েছে। তিনি ভালো আছেন। আমরা আশা করছি খুব শিগগিরই তিনি করোনামুক্ত হবেন’।
তিনি বলেন, ম্যাডামের কোনও করোনা উপসর্গ নেই। এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা তাতে বাসায় রেখেই চিকিৎসা সম্ভব।
পরীক্ষার জন্য খালেদা জিয়ার রক্ত নেওয়া হয়েছে জানিয়ে ডা. মামুন বলেন, তার রক্তের বায়োকেমিক্যাল টেস্ট হয়েছে। তবে এখনও টেস্টের ফল পাওয়া যায়নি।
এদিকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আরও ৯ জন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন খালেদা জিয়ার বাসায় দায়িত্বরত নার্স রূপা আক্তার, গৃহকর্মী ফাতেমা বেগম ও স্টাফ আবুল খায়ের, আলমগীর, চান্দু, লালু, বাবুর্চি রতন, ড্রাইভার জালাল ও রহিম।