২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা ২৬ জুন সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে নগরবাসী ও যানবাহন চালকদের কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (২৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষার্থীরা যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষার জন্য রওনা হবে। যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষাকেন্দ্রে আসবে, তারা পরীক্ষাকেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষাকেন্দ্রে হেঁটে আসবে। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোনো স্থান থেকে গাড়িতে উঠবে। কোনো যানবাহন কোনোক্রমেই পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না, পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকেরা পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ জানান। অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ।
পরীক্ষার্থীরা কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে এবং পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পরীক্ষার্থী ছাড়া অন্য সব যাত্রী জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষাকেন্দ্র-সংলগ্ন সড়কসমূহ যথাসম্ভব পরিহার করে চলবেন।
নির্দেশনার বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।