হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৬ নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে বিএসএফের হস্তান্তর করা ছয়জনের মধ্যে দুজন। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ছয় নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বুধবার রাতে ছয়জনকে হস্তান্তর করার পর সাতক্ষীরা সদর থানার পুলিশের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর করা ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তোতলা গ্রামের মুন্সি নজরুল হকের ছেলে আবু সাঈদ মুন্সি ও কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের ওমর আলীর স্ত্রী রোকসানা খাতুন, রংপুরের মুন্সিগঞ্জের নাজিম উদ্দীনের ছেলে ওয়াজ কুরুনী, নারায়ণগঞ্জের কদমতলীর মো. মাসুদের স্ত্রী রোকসানা বেগম এবং যশোরের শার্শা উপজেলার বাঘআছড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী সাবরিনা খাতুন ও সনাতনকাটি গ্রামের ইব্রাহীম সরদারের মেয়ে মোছা. হাফিজা বেগম। তাঁরা কৃষি বা গৃহকর্মীর কাজের জন্য দুই থেকে ছয় বছর আগে সাতক্ষীরার ভোমরা, কুশখালিসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইতে গিয়েছিলেন।

কুশখালি বিজিবির হাবিলদার মেজবাহউদ্দীন জানান, ভারতীয় পুলিশ ছয়জনকে মুম্বাই থেকে আটক করে পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার তারালি ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে তুলে দেয়। পরে আন্তর্জাতিক আইন মেনে বিএসএফের তারালি ক্যাম্পের পরিদর্শক বিকাশ রায় তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে। যেহেতু তাঁরা বাংলাদেশের নাগরিক, তাই তাঁদের বিজিবি গ্রহণ করে সাতক্ষীরা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, পুলিশের কাছে হস্তান্তর করা ছয় নারী-পুরুষকে আজ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী