হোম > সারা দেশ > পাবনা

সরকারি চাল ফেলে পালালেন ‘এ ব্যবসায় নতুন’ কৃষক দলের নেতা

পাবনা ও চাটমোহর প্রতিনিধি

পাবনার চাটমোহরে জব্দ করা খাদ্যবান্ধব কর্মসূচির চাল। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা।

আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অষ্টমনীষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৩০ বস্তা চাল একটি অটো ভ্যানে করে চাটমোহরে বিক্রির জন্য নিয়ে আসেন সেলিম। এ নিয়ে সন্দেহ হলে এলাকার লোকজন ভ্যানসহ বস্তাগুলো আটক করে। চালগুলো কোথাকার এবং কোথায় যাবে—এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন সেলিম।

এ ঘটনায় সেলিমকে আটক করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে খবর দেওয়া হয়। তবে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যান সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ চাল নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও।

যোগাযোগ করা হলে সেলিম বলেন, ‘কার্ডধারীরা আমার কাছে চালগুলো বিক্রি করেছেন। আমি এই ব্যবসায় নতুন, তাই বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে। ইউএনও আসার খবর শুনে এবং এলাকার লোকজন ভয় দেখানোর পর আমি সেখান থেকে চলে আসি।’

এ বিষয়ে ইউএনও মুসা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। চালগুলো ডিলার কর্তৃক বিক্রি করা হয়নি। চালগুলো পার্শ্ববর্তী উপজেলার একটি ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া। যিনি চাল নিয়ে এসেছিলেন তাঁকে পাওয়া যায়নি। পরে নিলামের মাধ্যমে চাল খোলাবাজারে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা করা হয়েছে।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ