হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ের বোদার চেয়ারম্যান-মেম্বাররা জেলে, সেবা বিঘ্নিত

পঞ্চগড় প্রতিনিধি 

ঝলইশালশিরি ইউপিতে চেয়ারম্যান-মেম্বাররা না থাকায় জনসেবা বিঘ্নিত হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন। এদিকে চাল বিতরণে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়নের ১১ ইউপি সদস্যের মধ্যে আটজন কারাগারে। অন্য তিনজন সংরক্ষিত নারী সদস্য জামিনে মুক্ত হলেও পরিষদের কার্যক্রমে অংশ নিচ্ছেন না। ফলে পরিষদের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে এবং স্থানীয় জনগণ বিভিন্ন জরুরি সেবা নিতে চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছে।

এই সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি সীমিত পরিসরে পরিষদের জরুরি প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করছেন। তবে নির্বাচিত সদস্যদের অনুপস্থিতির কারণে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশান সার্টিফিকেট, ভাতা অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সেবা প্রায় বন্ধ হয়ে গেছে।

শালশিরি গ্রামের অলিউর রহমান বলেন, ‘ওয়ারিশান সার্টিফিকেট নিতে গিয়ে দেখি, কাউকে পাওয়া যাচ্ছে না। মেম্বার ও চেয়ারম্যান কারাগারে।’

পরিষদের উদ্যোক্তা কামাল হোসেন বলেন, ‘সচিব ও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব কাজ চালিয়ে যেতে। কিন্তু ইউপি সদস্যদের স্বাক্ষর ছাড়া অনেক গুরুত্বপূর্ণ সেবা থেমে রয়েছে।’

গত ২৬ মে রাতে ঝলইশালশিরি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের চাল দেওয়ার আগে জনপ্রতি ৫০০-৬০০ টাকা ঘুষ আদায়ের অভিযোগে স্থানীয় জনতা ১১ ইউপি সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাঁদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করে এবং গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

ঝলইশালশিরি ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবকে ইউনিয়ন পরিষদে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‘পরিষদে জনপ্রতিনিধির অভাবে কিছু নাগরিকসেবা ব্যাহত হচ্ছে। এ জন্য একজন প্রশাসক নিযুক্ত করা হয়েছে, যাতে ইউনিয়নের জনগণ জরুরি সেবা থেকে বঞ্চিত না হয়। বিষয়টি পর্যবেক্ষণ করছি।’

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান