হোম > সারা দেশ > ঢাকা

ব্যাগে দুই কোটি টাকার সোনার সঙ্গে রিং তৈরির মেশিন, শাহজালালে যাত্রী আটক

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

সোনার রিং তৈরির মেশিনের ভেতরে দুই কোটি টাকা মূল্যের সোনা ও স্বর্ণালংকারসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুমন মিয়া নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

কুয়ালালামপুর থেকে বাটিক এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে গতকাল রোববার (৪ মে) রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মালয়েশিয়া প্রবাসী সুমন। তাঁর ব্যাগেজ স্ক্যানিং করে ভেতরে থাকা সোনার রিং তৈরির মেশিন থেকে ১ কেজি ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। যার মোট ওজন ১ কেজি ২৮৬ গ্রাম। বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।

এ বিষয়ে আজ সোমবার (৫ মে) ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তা বরুণ দাস জানান, কুয়ালালামপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত সুমন নামের এক যাত্রীর ব্যাগেজ স্ক্যানিং করে রিং তৈরির মেশিনসহ ১ কেজি ২৮৬ গ্রাম স্বর্ণপিণ্ড ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। স্বর্ণগুলো সুকৌশলে রিং তৈরির মেশিনের ভেতরে লুকানো ছিল।

এ ঘটনায় ওই যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বরুণ দাস।

আটক সুমন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামের বাসিন্দা।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প