হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দুজন রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

রিমান্ডে নেওয়া মোবারক হোসেন (১৮) ও রবি রায় (১৯)। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দুজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।

তাঁরা হলেন মোবারক হোসেন (১৮) ও রবি রায় (১৯)। স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে তাঁদের ওঠাবসা ছিল।

সোমবার বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দ্বীন ইসলাম তাঁদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আতিকুর রহমান দুজনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

গত সোমবার রাতে কিশোর গ্যাং সদস্যরা উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মকবুল ও তাঁর স্ত্রী নাসরিন আক্তার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের ২০ থেকে ২৫ সদস্য এক দম্পতির ওপর হামলা করে ও প্রকাশ্যে কোপাতে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তাঁর স্ত্রীকে রামদা দিয়ে কোপাচ্ছেন। এ সময় জীবন বাঁচাতে ওই নারী হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চান। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ