হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার ৫৫ কেজির বাগাড় ৭১ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় ধরা পড়া বাগাড় মাছ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ রোববার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলা বাগান এলাকায় জালে মাছটি ধরা পরে। পরে বিক্রি হয় সাড়ে ৭১ হাজার টাকায়।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘সকালে কয়েকজন জেলে মাছটি দৌলতদিয়ার আব্দুল হালিম মিয়া আড়তে নিয়ে আসেন। সেখানে ওজন দিয়ে দেখেন মাছটি ৫৫ কেজি ২০০ গ্রাম। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭১ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নিই।’

এই ব্যবসায়ী আরও বলেন, মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরি ঘাটে বেঁধে রাখা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি মাছটি বিক্রির জন্য। একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজিব বলেন, পদ্মা নদী থেকে বড় একটি বাগাড় মাছ জালে ধরা পড়েছে এমন খবর শুনেছি। বন্যপ্রাণীর (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মাছটি কেনা-বেচায় দণ্ডের বিধান থাকলেও মৎস্য বিভাগ এখানে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না। কারণ বাগাড় মাছ হলেও আইনটা বন্যপ্রাণীর (সংরক্ষণ ও নিরাপত্তা)। যে কারণে মৎস্য বিভাগের জন্য আইনটা কাভার করে না।

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

হাদিকে সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স এখন ঢাকায়

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

কাপ্তাই হ্রদে পানিস্বল্পতা, কমছে বিদ্যুৎ উৎপাদন

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার