হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে বাসার ছাদে বিস্ফোরণ, নিরাপত্তাকর্মী আহত

ঢামেক প্রতিনিধি

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসার ছাদে বিস্ফোরণে মো. আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামের ওই বাসার নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারের পাশের একটি গলির সাততলা বাসার ছাদে এই ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত ফেরদৌসকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত আঞ্জুমান ও ওই বাসার মালিকের স্ত্রী জানান, বিকেলে বাসাটির সপ্তম তলার ছাদে এক ভাড়াটিয়ার বাচ্চা খেলার সময় ক্রিকেট বলের মতো একটি বস্তু খুঁজে পায়। শিশুটির হাত থেকে তা নিয়ে দেখছিলেন আঞ্জুমান। এ সময় হঠাৎ বিস্ফোরণে তাঁর বাম হাত ও পেটে আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন মো. শাওন বিন রহমান জানান, সন্ধ্যায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর হাত ও পেটে জখম রয়েছে। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুনেছি ধলপুর এলাকায় একটি বাসার ছাদে বাজি বিস্ফোরণ হয়ে একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ যাচ্ছে, আসল বিষয়টি ক্ষতিয়ে দেখার পর বলা যাবে বাজি নাকি অন্য কিছু ছিল।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা