রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। ৭তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লেগেছে। সেখানে একটি চামড়ার গোডাউন রয়েছে। আজ বেলা ২টার পর এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি বলেন, বেলা ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস টিম। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, এখনই আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।