হোম > সারা দেশ > গাজীপুর

এটিএম বুথে কিশোরী ধর্ষণের অভিযোগে নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গ্রেপ্তার লিটন মিয়া। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (৪০) নামে এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। বেশি টাকার বেতনে চাকরি জুটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কিশোরীটিকে ডেকেছিলেন তিনি। গতকাল সোমবার রাতে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া থেকে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন।

শ্রীপুর থানার ওসি বলেন, ভুক্তভোগী কিশোরী একটি কারখানায় সল্প বেতনে কাজ করে। ডাচ্‌-বাংলা ব্যাংকের ওই বুথ থেকে নিয়মিত টাকা তুলত সে। সেই সুবাদে নিরাপত্তা প্রহরী লিটন মিয়ার সঙ্গে পরিচয় হয় তার। লিটন তাকে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেয়। গত রোববার সকাল ৬টার দিকে ভুক্তভোগী কিশোরী এটিএম বুথে আসে। সেখানে এলে লিটন মিয়া এটিএম বুথের ভেতরে পাশের থাই গ্লাস আটকানো কক্ষে নিয়ে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী কিশোরী বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার স্বজনেরা থানায় এসে মামলা দায়ের করেন। পুলিশ লিটনকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। লিটন কিছুক্ষণ পরপর তাঁর অবস্থান পরিবর্তন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের পাঠানো হবে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী