হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারীর লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা লিংক রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির মাথায় জখমের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে করছে পুলিশ। তাঁরা হলেন বিমানবন্দরের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেনটেন্যান্স শাখার ইব্রাহিম খলিল ও নিরাপত্তা প্রহরী বাদল দাশ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে, ‘নিহতের মাথায় জখমের চিহ্ন আছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে।’

মৃত ব্যক্তির নাম ওসমান সিকদার (৪০)। তিনি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা হেফাজতে ইসলামের নেতা এমরান সিকদারের বড় ভাই। ওসমান বিমানবন্দর এলাকায় ব্যাচেলর বাসায় থাকতেন।

মৃতের বড় ভাই এমরান সিকদার জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে সাত-আটজন লোক বাসা থেকে ওসমানকে ধরে নিয়ে যায় বলে তাঁরা জানতে পেরেছেন। পূর্ববিরোধের জেরে তাঁর ভাইকে খুন করা হয়েছে। মাথায় লাঠির আঘাত রয়েছে। এ ছাড়া পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি খুনের ঘটনা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘ওসমান সিকদারের সুরতহাল শেষে পরিবারের সদস্যরা এসে শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমরা দুজনকে আটক করেছি, জিজ্ঞাসাবাদ চলছে।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩