হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ছিনতাই হওয়া ৮ গরু উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

উদ্ধার হওয়া গরু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে ছিনতাই হওয়া আটটি গরু উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার-বাগান থেকে ট্রাকসহ সাড়ে ৬ লাখ টাকা মূল্যের গরুগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, ছিনতাই হওয়া আরেকটি গরু উদ্ধারে চেষ্টা চলছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গতকাল শনিবার রাত ১২টার দিকে গরু ব্যবসায়ী আবদুর রহিমের ট্রাকসহ ৯টি গরু ছিনতাই হয়। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। চার থেকে পাঁচ ছিনতাইকারী ট্রাক আটকে সেটি থেকে চালক ও ব্যবসায়ী আবদুর রহিমকে ধাক্কা দিয়ে বের করে দেন। তাঁরা আবদুর রহিমের ব্যাগে থাকা নগদ ১ লাখ টাকা, একটি স্মার্ট ফোন ও গরুগুলো নিয়ে ট্রাকে পালিয়ে যান।

পরে রাউজান থানাকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার-বাগান থেকে ট্রাকসহ আটটি গরু উদ্ধার করে। ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এদিকে গরু উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়লে কয়েকজন গরুমালিক তাঁদের হারানো গরুর সন্ধানে রাউজান থানায় আসেন। তাঁদের একজন নাছির উদ্দিন বলেন, ‘গতকাল রাতে আমার চারটি গরু চুরি হয়েছে। তবে থানায় থাকা গরুগুলোর মধ্যে আমার গরুটি নেই।’ রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সড়কে গাড়ি আটকে গরু ছিনতাইয়ের বিষয়টি আমাদের অবহিত করার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করি। রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান থেকে আটটি গরু উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরও একটি গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। মোটরসাইকেলের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। যাদের শানাক্ত করা হয়েছে, তাদের নামে মামলা করা শেষে আদালতের মাধ্যমে গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হবে।’

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার