হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে হাসপাতালে নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

টাঙ্গাইল প্রতিনিধি 

অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক ইমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগে রায়হান কবির ইমন নামের এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিক্ষুদ্ধ চিকিৎসক-কর্মীরা।

এর আগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও অভিযুক্ত ইমনকে হাসপাতালে অবরুদ্ধ করে রাখেন অন্য ইন্টার্ন চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হন।

ইন্টার্ন চিকিৎসকেরা জানান, গতকাল রোববার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৯০৭ নম্বর ওয়াশরুমে এক নারী চিকিৎসক স্পাই কলম ক্যামেরা দেখতে পান ৷ তিনি ওই ক্যামেরা নিয়ে বের হলে ইন্টার্ন চিকিৎসক ইমন ক্যামেরাটি নিতে ধস্তাধস্তি করেন। তিনি ওই নারী চিকিৎসককে একটি কক্ষে আটকে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে কলম ক্যামেরাটি ভেঙে ফেলা হয়। গতকাল রাতেই ওই নারী চিকিৎসক যৌন হয়রানির অভিযোগ এনে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত আবেদন করেন। গত পাঁচ বছর ধরে নারী ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে।

আজ সার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু হানিফকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন হাসপাতালের পরিচালক। দুপুরে হাসপাতালের কক্ষে বিষয়টি জানার চেষ্টা করা হলে ইমনসহ পরিচালককে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন অন্য চিকিৎসকেরা। পুলিশের কাছে সোপর্দের আগে ইমনকে উত্তম-মধ্যম দেন ক্ষুব্ধরা।

নাম প্রকাশ না করার শর্তে এক ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘আমরা আতঙ্কিত, শঙ্কিত। যদি এর আগে গোপন ক্যামেরায় কারও দৃশ্য ধারণ করে থাকে, তাহলে আত্মসম্মান নিয়ে টানাটানি হতে পারে।’ বিষয়টি গুরুত্বের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান তিনি।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ বলেন, এ ঘটনায় তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে ইমনকে বহিষ্কার করা হয়েছে। ইমনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, অভিযুক্ত ইমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংঘটিত ঘটনার পূর্বাপর বিষয় নিবিড়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ লেখা পর্যন্ত মামলা হয়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইবি প্রক্টরকে পদত্যাগের আলটিমেটাম ছাত্রদল নেতার, উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

দুধ দিয়ে গোসল করিয়ে বিএনপির নেতা-কর্মীদের দলে নিলেন জামায়াত প্রার্থী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ

বন্দরকেন্দ্রিক বিদেশি বিনিয়োগে সহায়তার আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের

বোয়ালখালীতে নির্বাচনী সভার কাছে ককটেল বিস্ফোরণের অভিযোগ বিএনপির, পুলিশের দাবি আতশবাজি

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

বইমেলায় স্টল ভাড়া কমছে শতকরা ২৫ ভাগ

অস্ত্র সন্দেহে মালপত্রসহ জামায়াতের তিনজন আটক, পরে মুক্ত

পটুয়াখালীতে ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

এই জামিন দিয়ে কী হবে—সাদ্দামের মায়ের আক্ষেপ