হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে বিজ্ঞান মেলা শুরু

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ছাত্রশিবিরের তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মেলা উপলক্ষে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী এবং কিউব প্রদর্শনী করা হয়। মেলা প্রাঙ্গণে ৫৫টি স্টল তৈরি করা হয়েছে। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। সব অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আয়োজকেরা বলেন, ‘আমাদের মাঝে অনেক প্রতিভা আছে, কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদের দেশের মানুষ দেখুক, সরকার দেখুক, তাদের উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।’

এ সময় ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘নিশ্চয়ই বিজ্ঞান মেলা একটি ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগ যদি ছাত্রসংগঠনগুলো নেয় তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। এ রকম উদ্যোগ নিলে প্রশাসনের সহযোগিতা থাকবে।’

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু