জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
আজ বুধবার ভোরে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জমিয়ত নেতা মাওলানা আফেন্দী আজকের পত্রিকাকে এ খবর জানিয়েছেন।
মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। অবিভক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক সরকারে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন মুফতি ওয়াক্কাস। এরশাদের পতনের পর যোগ দেন জমিয়তে উলামায়ে ইসলামে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর হেফাজতের প্রধান উপদেষ্টা ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। হেফাজত আমির আহমদ শফীর মৃত্যুর পর জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতের পুরাতন কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটিতে তিনি স্থান পাননি।
মাওলানা আফেন্দী জানান, আজ বুধবার বাদ মাগরিব যশোরের মণিরামপুরে মুফতি ওয়াক্কাসের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।