হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আটক ১

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ট্রলার চোর সন্দেহে গণপিটুনিতে মিলন চন্দ্র হালদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কালচরি সস্তাল এলাকার এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে কালকিনির রাজারচরের আড়িয়াল খাঁ নদে নাহিদুল খাঁর বেঁধে রাখা ট্রলারের শিকল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজন লোক। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে আরেক ট্রলার নিয়ে ধাওয়া দেয়। কিছু দূর গিয়ে অন্যরা পালিয়ে গেলেও মিলন চন্দ্র হালদারকে ধরে ফেলে তারা। পরে তাকে মারধর করা হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে কালকিনি থানা-পুলিশ গিয়ে মিলনকে উদ্ধার করে। পরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

নিহত মিলন চন্দ্র হালদার পিরোজপুরের কাউখালীর হরিণদ্বারা এলাকার কুট্টি চন্দ্র হালদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কালকিনির আলীনগর ইউনিয়নের কোলচরি সস্তাল এলাকার ট্রলারমালিক নাহিদুল খাঁকে (৪২) আটক করেছে পুলিশ।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, নিহত মিলনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে