হোম > অপরাধ > ঢাকা

১২ বছর পর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশালের বিমানবন্দর থানা এলাকার তিন বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে রাজধানীর মিরপুরের দারুস সালাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ওই আসামির নাম সোহাগ হাওলাদার (৩২)। আজ শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ১২ বছর ধরে তিনি পলাতক ছিলেন। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলাম। মামলার বরাত দিয়ে তিনি জানান, ভুক্তভোগী শিশুটি আসামি সোহাগের প্রতিবেশী ছিল। শিশুটির বাবা রিকশাচালক এবং মা অন্যের বাড়িতে কাজ করতেন। এই সুযোগে ঘটনার দিন শিশুটির বাড়িতে গিয়ে একা পেয়ে দোকান থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে কৌশলে নিজ ঘরে এনে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিশুটিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ঘরের মধ্যে ফেলে রেখে ধর্ষক সোহাগ পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বরিশাল বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০২১ সালের মে মাসের শেষ দিকে আসামি সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

মাজহারুল ইসলাম আরও জানান, ২০১১ সালে মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন সোহাগ। গত ১২ বছর ধরে রিকশাচালক, দিনমজুর, কুলিসহ বিভিন্ন পেশার আড়ালে ছদ্মবেশ নিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের সময় মিরপুর দারুস সালাম এলাকায় কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন সোহাগ। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা