হোম > সারা দেশ > ঢাকা

তিন হাজার ইয়াবাসহ লবণ ব্যবসায়ী গ্রেপ্তার  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম মো. ফয়েজ আলম (৩৯)। তাঁর বাড়ি কক্সবাজার জেলায়। তিনি পেশায় লবণ ব্যবসায়ী। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। 

ওসি জানান, গ্রেপ্তার ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনি কিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ইয়াবা বিক্রি করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর টেকনিক্যাল মোড় যাত্রীছাউনির সামনে মাদকসহ ফয়েজকে গ্রেপ্তার করা হয়। তখন তাঁর দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে, সাভারে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে আরও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

ওসি মহসীন আরও বলেন, ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাঁকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তিনি যাত্রীছাউনি কিংবা গণপরিবহনে অপেক্ষায় থাকেন, সেখানেই মাদকসেবী দেখলে তাঁদের ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। গতকাল রাতে গ্রেপ্তারের সময়ও যাত্রীছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন ফয়েজ। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য