হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই সালাহউদ্দিন খানকে হত্যার দায়ে ছোট ভাই জিলাল খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো. রুহুল আমীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জিলাল খান বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনপোত্তা গ্রামের হামিদ খানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ জুন সকাল ৬টার দিকে গনপোত্তা গ্রামে গাছের আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই সালাউদ্দিন খানের সঙ্গে ছোট ভাই জিলাল খানের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে জিলাল খান ধারালো দা দিয়ে বড় ভাইয়ের গলায় কোপ দেয়। দায়ের কোপে আহত সালাউদ্দিন খানকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘হত‍্যাকান্ডের পর থেকেই আসামি জিলাল খান পলাতক ছিলেন। ২০১৭ সালে থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারে পর থেকে তিনি কারাগারে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আদালত দীর্ঘ শুনানি শেষে আজ তার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।’

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা