হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ইজিবাইক চালকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাহিন আলম (২২) নামে আহত এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে শনিবার দিবাগত রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

শাহিন একই এলাকার নজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। এই ঘটনায় আহত হয়েছেন আলহাম ও ওয়ালিদ নামে আরও দুজন। 

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন তাঁর ইজিবাইক নিয়ে রাস্তায় চলাচলের সময় কিশোর গ্যাংয়ের লিডার আশরাফুলের (১৮) সঙ্গে ধাক্কা লাগে। এতে আশরাফুল ক্ষুব্ধ হয়ে শাহিনকে চড়থাপ্পড় মারেন। রাতে শাহিন বাড়ি ফিরে তাঁর বন্ধু আলহাম, ওয়ালিদকে নিয়ে আশরাফুলকে ধরতে তাঁর বাড়িতে যান। সেখানে তিনি তাঁর দলবল নিয়ে শাহিনের ওপর হামলা চালান। এ সময় শাহিনের পেটে ছুরিকাঘাত এবং পিটিয়ে আহত করেন আলহাম ও ওয়ালিদকে। 

ঘটনার পরপরেই শাহিনকে প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান শাহিন।

এ ঘটনায় আহত আলহাম বলেন, ‘আশরাফুল একই এলাকার আলিম মিয়ার ছেলে। সে সব সময় নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করে। এলাকায় মাদক ব্যবসাসহ নানান অপরাধমূলক কাজ করে সে। শাহিনকে কেন মারধর করল, এই বিষয় নিয়ে কথা বলতে যাওয়ার কারণেই আমাদের ওপর হামলা চালিয়েছে।’ 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। আশরাফুলসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা