হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির সিনেটে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয় 

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ২৫ জনই আওয়ামীপন্থী প্যানেল ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ থেকে জয়ী হয়েছেন। আজ রোববার নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।

আওয়ামীপন্থী বিজয়ী ২৫ জন হলেন অধ্যাপক আশফাক হোসেন, অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, নুজহাত চৌধুরী, অধ্যাপক অসীম কুমার সরকার, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এইচ এম বদিউজ্জামান, এস এম বাহলুল মজনুন, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, নিজাম চোধুরী, অধ্যাপক মীর্জা মো. আব্দুল বাছেত, মুহাম্মদ শফিক উল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ইকবাল মাহমুদ বাবলু, মোহাম্মদ হোসেন, এম অহিদুজ্জামান, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, মো. কামরুল হাসান মিলন, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, মো. মুরশেদুল কবীর, রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক শারমিন মূসা, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান ও অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। 

নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৯ হাজার ৩২০। সব কেন্দ্র মিলিয়ে মোট ১৫ হাজার ২০২ জন ভোট দিয়েছেন। এর আগে ৪ মার্চ ঢাকার বাইরের ২৯টি কেন্দ্রে, ১১ মার্চ ৯টি কেন্দ্রে এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় এবং গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে বিএনপিপন্থীরা অংশ নেয়নি এবং জামায়াতপন্থীরা প্রার্থী দিলেও গ্রেপ্তার-হয়রানির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন। গণতান্ত্রিক ঐক্য পরিষদ ছাড়াও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি জানিয়ে স্বতন্ত্র ৯ জন মিলে ‘টিম অপরাজেয়’ ব্যানারে ভোট করেছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও দল মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ৬৮ জন।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি