মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে আবাসন ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮টি ফাঁকা গুলি ছোড়ে।
আজ সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের বেগমবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আবাসন ব্যবসাকে কেন্দ্র করে ‘নুজহা সিটি’র বাতেন হাজি ও আল ইসলামের সঙ্গে ‘দক্ষিনা গ্রিন সিটি’র সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধে চলে আসছে। সেই বিরোধের জেরে বাতেন হাজি ও আল ইসলামের লোকজন আজ সোমবার সকাল ১০টার দিকে দক্ষিনা গ্রিন সিটির স্থাপনা ভাঙচুর করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় আমাদের পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন। পুলিশের তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, ঘটনাস্থলে থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’