হোম > সারা দেশ > পাবনা

পাবনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু

পাবনা প্রতিনিধি

পাবনায় শুরু হলো মাসব্যাপী একুশে বইমেলা। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় অর্ধশতাধিক স্টল বসেছে। এ ছাড়া মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার পাশাপাশি থাকবে নতুন বইয়ের প্রকাশনা উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা অমর একুশে বইমেলা উদ্‌যাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, একুশে বইমেলা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি সুলতান আহম্মেদ বুড়ো প্রমুখ।

উদ্বোধনের আগে অনুষ্ঠানের শুরুতেই মহান ভাষাশহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় ও দলগত সংগীত পরিবেশন করেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা অমর একুশে বইমেলার উদ্‌যাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা