হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁ থেকে শেখ হাসিনার জনসভায় যোগ দিতে বাস-ট্রাকে নেতা-কর্মীরা

নওগাঁ প্রতিনিধি

আজ রোববার নওগাঁ থেকে দুই শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন যাচ্ছে রাজশাহী অভিমুখে। আর এসব পরিবহন পরিপূর্ণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী দিয়ে। উদ্দেশ্য রাজশাহীতে শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ।

শুধু তাই নয়, ভোর থেকে যে যার মতো জেলার বিভিন্ন স্থান থেকে রওনা দিয়েছে জনসভার উদ্দেশে। দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর আগমনে দলীয় নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজকের পত্রিকাকে জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ২৫০ বাস ও ১৫০ ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। সেগুলোতে করেই জেলার ৯৯ ইউনিয়নের নেতা-কর্মীরা জনসভায় যাবেন। প্রত্যেক নেতা-কর্মীর জন্য নির্দিষ্ট টি-শার্ট ও ক্যাপের ব্যবস্থা করা হয়েছে।

সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন আজকের পত্রিকাকে জানান, নওগাঁ থেকেই ৭০ হাজারের মতো লোক আজকের জনসভায় সমবেত হবেন। জেলা আওয়ামী লীগ থেকে দেওয়া বাস, ট্রাক ছাড়াও ব্যক্তিগত যানবাহনে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন। প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসা মূল্যবান দিকনির্দেশনা নিয়ে ভবিষ্যতে আরও গতিশীলতা নিয়ে কাজ করবে নওগাঁ জেলা আওয়ামী লীগ।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়