হোম > সারা দেশ > গাজীপুর

ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় তাবলিগের দুই পক্ষের বৈঠক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ইজতেমার আয়োজক কমিটির দুই পক্ষের শীর্ষ মরুব্বিদের নিয়ে বৈঠকে বসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

আজ শুক্রবার রাত ১০টার দিকে টঙ্গীর নোয়াগাঁও এলাকায় প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে এ বৈঠকের আয়োজন করা হয়। 

বৈঠকের প্রথম অংশে নিজামুদ্দীন মার্কাজের মাওলানা সাদের অনুসারীরা যোগ দিয়েছেন। আর দ্বিতীয় পর্বে বৈঠকে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন মাওলানা জুবায়েরপন্থীরা। 

বৈঠকে উপস্থিত রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ দক্ষিণ মাহবুব উজ জামান, সহকারী উপকমিশনার মেহেদী হাসান, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ও শাহ আলম। 

সাদপন্থীদের শীর্ষ মুরুব্বি মাওলানা আশরাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মুরুব্বিরা বৈঠকে বসেছিলেন। আমাদের দাবিগুলো উত্থাপন করা হয়েছে। আগামী বছর ইজতেমায় আমরা প্রথম পর্বে অংশ নেওয়ার অনুমতি চেয়েছি।’ 

জুবায়েরপন্থীদের গণমাধ্যমের দায়িত্বে থাকা জহির ইবনে মুসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অপেক্ষায় আছি। ভেতরে আমাদের ভাইয়েরা (সাদপন্থী) বৈঠকে আছেন। তারপর আমরা বাস ভবনের ভেতরে যাব।’ 

তবে এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গণমাধ্যমকে কিছু জানাননি। 

উল্লেখ্য, আগামী বছর ৫৭তম বিশ্ব ইজতেমার দুই পর্বের প্রথম পর্বে কোন পক্ষ ইজতেমা আয়োজন করবে, সে বিষয়ে দুই পক্ষের মতামত গ্রহণ করা হয়েছে। 

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩