হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় নির্মাণাধীন ভবন থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটের নির্মাণাধীন ভবন থেকে আবদুস সালাম (৬৫) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুস সালাম কুড়িগ্রামের নাকেশরী থানার মমিনগঞ্জ এলাকার মৃত পনির মিয়া ছেলে। তিনি নগরীর হাউজিং এস্টেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয় ও মৃতের স্বজনেরা জানান, হাউজিং এস্টেটের ২ নম্বর সেকশন পিবিআই কার্যালয় সংলগ্ন নির্মাণাধীন ভবন রিলেটিভ পার্কে নৈশপ্রহরীর কাজ করতেন আবদুস সালাম। পাশাপাশি দিনে রিকশাও চালাতেন। আজ সকালে ওই ভবনে আবদুস সালামের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মৃতের ছেলে জাহিদ বলেন, ‘গত বুধবার বাবা একা বাড়ি পাহারা দিচ্ছিল। ওই সময় নূরপুরের কয়েকজন ছেলে ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে প্রায় সাত হাজার টাকা আমার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার ওই ভবনেই দুপুরের খাওয়া দাওয়া করে। তখনো বাবার সঙ্গে ফোনে কথা হয়। একই দিন মাগরিবের নামাজের সময় থেকে বাবার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে গতকাল শুক্রবার অনেক খোঁজাখুঁজি করেও বাবাকে না পেয়ে বাসায় চলে আসি। আজ সকালে শুনি আমার বাবার মরদেহ নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় পড়ে আছে। শুধু তাই নয়, পঞ্চম তলায় মোবাইল ও তৃতীয় তলায় জুতা পড়ে আছে।’

এ বিষয়ে কুমিল্লা থানার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি