ভিডিও ডেস্ক
এই পঙ্ক্তির সঙ্গে মিশে আছে কবির শৈশব, নদীর ঢেউ আর মাটির গন্ধ। যে মেঘনা কবিকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল, সেই নদী আজও বয়ে চলে। কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কবি শামসুর রাহমানের জন্মভিটা হারিয়ে যাচ্ছে সময় আর অবহেলার স্রোতে।