ভিডিও
বয়স তার ১৬। নাম মধুবালা। পুরনো জায়গা করাচি চিড়িয়াখানা ছেড়ে নতুন ঠিকানা পেয়েছে সাফারি পার্কে। এখানে সে তার দুই বোনের সঙ্গে মিলিত হতে যাচ্ছে। "মধুবালা অনেকদিন ধরেই করাচি চিড়িয়াখানায় একাকী ছিল। তার সঙ্গী মারা যাওয়ার পর তার একাকিত্ব আরও বেড়ে যায়। কিন্তু ফোর প’স ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় মধুবালাকে একটি ভালো পরিবেশে স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়।
আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd