হোম > প্রযুক্তি

৩৯৮ এমবিপিএস গতিসহ মোবাইল ইন্টারনেটে আরব আমিরাত সেরা, বাংলাদেশ কোথায়

মোবাইল ইন্টারনেটের গতির বৈশ্বিক সূচকে প্রথম অবস্থানে উঠে এসেছে আরব আমিরাত। গত আগস্ট মাসে দেশটিতে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ৩৯৮ এমবিপিএস। অপরদিকে বাংলাদেশ এই সূচকে ৮৯ তম অবস্থানে রয়েছে। প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তান যথাক্রমে ২০তম এবং ১০১তম অবস্থানে রয়েছে। 

প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি তুলে ধরে ওকলা। প্রতিষ্ঠানটির ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। আর গড় আপলোড গতি ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। মোবাইল ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড। 

ওকলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে গতির সূচকে এগোতে শুরু করে মোবাইল ইন্টারনেট। মার্চে ১১২ তম অবস্থানে থাকার পর এপ্রিলে কিছুটা এগিয়ে ১১০ তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এরপর মে মাসে ১০৯ তম এবং সবশেষ জুনে এক লাফে ৯০ তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। 

শীর্ষে থাকা আরব আমিরাতের আগস্ট মাসে মোবাইল ইন্টারনেটের গড় আপলোড গতি ছিল ২৭ দশমিক ৬৫ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ১৯ মিলিসেকেন্ড। 

অপরদিকে ভারত ও পাকিস্তানের মোবাইল ইন্টারনেটের গড় আপলোড গতি ছিল যথাক্রমে ৯৬ দশমিক ৩৮ এমবিপিএস এবং ১৯ দশমিক ৫৯ এমবিপিএস। 

এই সূচকে দ্বিতীয় থেকে দশম অবস্থানে রয়েছে যথাক্রমে কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সৌদি আরব, বুলগেরিয়া ও লুক্সেমবার্গ। 

 তথ্যসূত্র: স্পিডটেস্ট ডট কম

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি