হোম > প্রযুক্তি

৩৯৮ এমবিপিএস গতিসহ মোবাইল ইন্টারনেটে আরব আমিরাত সেরা, বাংলাদেশ কোথায়

মোবাইল ইন্টারনেটের গতির বৈশ্বিক সূচকে প্রথম অবস্থানে উঠে এসেছে আরব আমিরাত। গত আগস্ট মাসে দেশটিতে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ৩৯৮ এমবিপিএস। অপরদিকে বাংলাদেশ এই সূচকে ৮৯ তম অবস্থানে রয়েছে। প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তান যথাক্রমে ২০তম এবং ১০১তম অবস্থানে রয়েছে। 

প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি তুলে ধরে ওকলা। প্রতিষ্ঠানটির ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। আর গড় আপলোড গতি ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। মোবাইল ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড। 

ওকলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে গতির সূচকে এগোতে শুরু করে মোবাইল ইন্টারনেট। মার্চে ১১২ তম অবস্থানে থাকার পর এপ্রিলে কিছুটা এগিয়ে ১১০ তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এরপর মে মাসে ১০৯ তম এবং সবশেষ জুনে এক লাফে ৯০ তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। 

শীর্ষে থাকা আরব আমিরাতের আগস্ট মাসে মোবাইল ইন্টারনেটের গড় আপলোড গতি ছিল ২৭ দশমিক ৬৫ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ১৯ মিলিসেকেন্ড। 

অপরদিকে ভারত ও পাকিস্তানের মোবাইল ইন্টারনেটের গড় আপলোড গতি ছিল যথাক্রমে ৯৬ দশমিক ৩৮ এমবিপিএস এবং ১৯ দশমিক ৫৯ এমবিপিএস। 

এই সূচকে দ্বিতীয় থেকে দশম অবস্থানে রয়েছে যথাক্রমে কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সৌদি আরব, বুলগেরিয়া ও লুক্সেমবার্গ। 

 তথ্যসূত্র: স্পিডটেস্ট ডট কম

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব